চেন্নাই: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য তিনি ভারতীয় দলে জায়গা পেয়েছেন। প্রথমবার ইংল্যান্ডের মাটিতে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ। বিলেতে রওনা হওয়ার আগে তাই কোনও ঝুঁকিই নিতে চাইছেন না ওয়াশিংটন সুন্দরের বাবা এম সুন্দর। থাকছেন আলাদা বাড়িতে! পাছে ছেলে তাঁর সংস্পর্শে এলে করোনা আক্রান্ত হয়ে পড়ে! কারণ, ব্যক্তিগত কাজে এম সুন্দরকে তো বাড়ির বািরে যেতেই হচ্ছে।
এম সুন্দর ওয়াশিংটনের বাবা। আবার কোচও। যদিও ইংল্যান্ড সফরের আগে পুত্রের থেকে দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চেন্নাইয়ের আয়কর বিভাগে উচ্চপদে কর্মরত তিনি। চেন্নাইয়ে বেড়েছে করোনা সংক্রমণ। অথচ কাজের জন্য সপ্তাহে দুই-তিনদিন অফিসে যেতে হচ্ছে এম সুন্দরকে। তারপর বাড়িও ফিরছেন। কোনওভাবে তিনি করোনা আক্রান্ত হয়ে পড়লে সংক্রমিত হতে পারে ওয়াশিংটনও। সেই আশঙ্কায় ইংল্যান্ড সফরের দলে থাকা ওয়াশিংটনের থেকে দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন সুন্দর। থাকছেন আলাদা বাড়িতে।
এম সুন্দর বলেছেন, ' ছেলে আইপিএল খেলে বাড়ি ফেরার পর আমি অন্য বাড়িতে থাকছি। ওয়াশিংটনের সঙ্গে থাকছে ওর মা এবং বোন। ওরা কেউ বাড়ির বাইরে বেরচ্ছে না। আমি ওয়াশিংটনের সঙ্গে কথা বলছি ভিডিও কলে। আমাকে যেহেতু অফিসে যেতে হচ্ছে, তাই কোনওভাবে যাতে সংক্রমণ না ছড়ায় সেটা নিশ্চিত করতেই এভাবে রয়েছি।'
ব্রিসবেনে টিম পেইনের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল ওয়াশিংটনের। দুই ইনিংস মিলিয়ে ব্যাট হাতে লড়াই করে ৮৪ রান করেছিলেন। সেই সঙ্গে নিয়েছিলেন চার উইকেট। ব্রিসবেনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জেতে ভারত। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে তিনটি টেস্ট খেলেন ওয়াশিংটন। সেখানেও সাফল্য পান।
বুধবার, ১৯ মে মুম্বইয়ে জড়ো হওয়ার কথা ইংল্যান্ড সফরের দলে থাকা ভারতীয় ক্রিকেটারদের। সেখানে নিভৃতবাসে থাকতে হবে দুই সপ্তাহ। তারপর জৈব সুরক্ষা বলয়ে যোগ দেবেন সকলে। উড়ে যাবেন ইংল্যান্ড।