ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্রাফোর্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম ডিভিশনের (County Championship Division one) ম্যাচে নভদীপ সাইনির কেন্টকে বড় ব্যবধানে ম্যাচের শেষ দিন পরাস্ত করল ওয়াশিংটন সুন্দেরর (Washington Sundar,) ল্যাঙ্কাশায়ার। বল হাতে ফের একবার দারুণ পারফর্ম করলেন সুন্দর।


ম্যাচের প্রথম ইনিংসে ল্যাঙ্কাশায়ার (Lancashire) মাত্র ১৪৫ রানে গুটিয়ে যাওয়ার পর, এই ম্যাচে তাদের জয়ের স্বপ্ন অতি বড় সমর্থকও দেখছিলেন না। তবে দুরন্ত কামব্যাকে শেষমেশ ম্যাচ জিতে নিলেন সুন্দররা। পঞ্চম দিনের শুরুটা বেশ আগ্রাসী ভঙ্গিমায় করে ল্যাঙ্কাশায়ার নিজেদের মনোভাব স্পষ্ট করে দেয়। শেষমেশ নয় উইকেটের বিনিময়ে ৪৩৬ রান তুলে ল্যাঙ্কাশায়ার ইনিংস ঘোষণা করে। সাইনি দ্বিতীয় ইনিংসে কেন্টের হয়ে মাত্র একটি উইকেটই পান। দলের সফলতম বোলার নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। তিনি চার উইকেট নেন।


'ড্রিম ডেলিভারি'


জবাবে উইল উইলিয়ামস এবং টম বেইলি শুরুতেই পর পর তিন উইকেট তুলে নিয়ে কেন্টকে ১০/৩ করে দেন। শেষদিনে ৩১২ রান তাড়া করাটা কেন্টের পক্ষে বেশ চাপেরই ছিল। তারপর এমন এক শুরুর পরে, তা আরও কষ্টকর হয়ে যায়। বেইলি-উইলিয়ামস শুরুটা ভাল করার পর ওয়াশিংটন সুন্দর বল হাতে কেন্টের উপর চাপটা বজায় রাখে। কেন্টের জর্ডন কক্সেকে সুন্দর যেভাবে বোল্ড করেন, তা বিশ্বের যে কোনও স্পিনারের কাছে 'ড্রিম ডেলিভারি'।


 






বড় ব্যবধানে জয়


শুরুর ধাক্কাটা কেন্ট কখনই সামলে উঠতে পারেনি। তারা মাত্র শেষ দিনে চা বিরতির পরপরই  ১২৭ রানে অল আউট হয়ে যায়। গত ম্যাচে নিজের অভিষেকে পাঁচ উইকেট নেওয়ার পর, এই দিন তিন উইকেট নিয়ে ফের প্রভাবিত করেন সুন্দর। তবে পাঁচ উইকেট নিয়ে ল্যাঙ্কাশায়ারের সফলতম বোলার টম বেইলি। এই জয়ের ফলে ল্যাঙ্কাশায়ার প্রথম ডিভিশনের টেবিলে তিন নম্বরে রইল।


আরও পড়ুন: শতরান হাতছাড়া করলেও, রুসোর ব্যাটে ভর করেই সিরিজে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা