মুম্বই: ভারতীয় দলের কোচ হিসেবে শ্রীলঙ্কা সফরে গিয়েছেন রাহুল দ্রাবিড়। রবি শাস্ত্রী ভারতের প্রথম সারির দলের সঙ্গে এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন। তার জন্যই দ্বিতীয় সারির দলের সঙ্গে কোচ হিসেবে শ্রীলঙ্কা উড়ে গিয়েছেন দ্রাবিড়।


এনসিএর ডিরেক্টর ও অনূর্ধ্ব১৯ ভারতীয় দলের কোচ হিসেবে সাফল্য পেয়েছেন আগে রাহুল। এবার তাঁকে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু পুরোপুরি জাতীয় দলের দায়িত্ব পাক রাহুল, এমনটা কোনওমতেই চান না ওয়াসিম জাফর। প্রাক্তন ভারতীয় ওপেনার বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাহুল দ্রাবিড়কে কখনওই ভারতীয় দলের কোচ হিসেবে পাকাপাকিভাবে দায়িত্ব দেওয়া উচিত নয়। কারণ আমি মনে করি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে উনি যেভাবে জুনিয়রদের সঙ্গে কাজ করেন, তা সত্যিই ভারতীয় ক্রিকেটের জন্য মঙ্গল। কারণ জুনিয়ররা ভালভাবে যদি এখানে ঘষামেজা করে নেয়, তবেই তারা পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেতে পারবে। আর রাহুল খুব ভালভাবে সেই কাজটা করতে পারবে।’


জাফর ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্ম তৈরিতে রাহুল দ্রাবিড়ের অবদানের কথা উল্লেখ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় যেভাবে ভারতীয় ক্রিকেটের রিজার্ভ বেঞ্চ শক্ত হচ্ছে রাহুল দ্রাবিড়ের অধীনে, সে কথা উল্লেখ করেছেন জাফর। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রাহুল দ্রাবিড়ের মেন্টরশিপ ও তাঁর পরামর্শ জুনিয়রদের জন্য খুব কাজে লাগবে। কারণ তাঁরাই ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটকে সেবা করবে। তাই যতবেশি তারা দ্রাবিড়ের মত ব্যক্তিত্বের তত্ত্বাবধানে থাকতে পারবে, ততই তাঁদের জন্য ভাল।’


দ্রাবিড়কে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব দেওয়া থেকে শুরু করে জুনিয়র লেভেল দায়িত্ব দেওয়ার বিষয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রশংসা করেছেন জাফর। তিনি বলে, ‘রাহুল দ্রাবিড়কে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তাতে সত্যিই বিসিসিআইয়ের প্রশংসা করতেই হয়। জুনিয়র ক্রিকেটাররা দারুণভাবে বেড়ে উঠছে এই মানুষটার অধীনে। জাতীয় দলেও অনেকে পারফর্ম করছে এখন। আর যারা এখনও জাতীয় দলে সুযোগ পাননি, তাদের জন্য এর থেকে ভাল কিছু হতেই পারে না যে রাহুল দ্রাবিড় তাদের মেন্টর।’


উল্লেখ্য, ২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ দলের কোচ হিসেবে ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন রাহুল। সেই দলের অধিনায়ক পৃথ্বী শ ও তারকা ক্রিকেটার শুভমান গিল এখন সিনিয়র জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য।