দেখুন: গল্ফ খেলতে গিয়ে বিপত্তি, বড়সড় আঘাত থেকে কোনওক্রমে রক্ষা অ্যান্ডারসনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Aug 2018 08:52 PM (IST)
লন্ডন: গল্ফ খেলতে গিয়ে বিপত্তি। অল্পের জন্য বড়সড় চোটের হাত থেকে রক্ষা পেলেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। সতীর্থ ফাস্ট বোলার স্টুয়ার্ড ব্রডকে সঙ্গে নিয়ে গল্ফ খেলছিলেন অ্যান্ডারসন। সেই সময় নিজেরই মারা শট গাছে ধাক্কা খেয়ে বল সজোরে এসে লাগল তাঁর মুখে। বড়-সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন । মুখে ব্যথা পেলেও, চোট গুরুতর নয়, জানালেন ব্রড। এই ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন ব্রড। চলতি সিরিজের প্রথম টেস্টে ভারতকে হারানোর পর খোশমেজাজে ইংল্যান্ড দল। অ্যান্ডারসন ও ব্রড গল্ফে হাত পাকাচ্ছিলেন। অ্যান্ডারসনের মারা শট গাছে লেগে ফিরে এসে তাঁর মুখে আঘাত করে।