জামাইকা: বাবা হচ্ছেন আন্দ্রে রাসেল। স্ত্রী জাসিম লোরার সঙ্গে অভিনব উপায়ে অনুরাগীদের কাছে এই সুসংবাদ জানালেন ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে একথা জানিয়েছেন তাঁরা। শুধু তাই নয়, তাঁরা যে কন্যা সন্তানের বাবা-মা হতে চলেছেন, সে কথাও জানিয়েছেন রাসেল-লোরা।
স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়ে রাসেল বলেন, তাঁর জীবনে এটা আরও একটা আশীর্বাদ। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে জামাইকার ক্রিকেটারকে ব্যাট হাতে দেখা যাচ্ছে। তিনি তাঁর স্ত্রীকে একটি সাদা বল তাঁর দিকে ছুঁড়ে দিতে বলছেন। লোরা বড় একটা সাদা বল রাসেলের দিকে ছোঁড়েন। রাসেল হিট করা মাত্রই বল ফেটে গোলাপি ধোঁয়ায় ভরে যায়। রাসেল বলেন, বল ফেটে গোলাপি ধোঁয়া বেরিয়েছে। তাই কন্যাসন্তান আসছে। আমার জীবনে আরও একটি আশীর্বাদ। ছেলে বা মেয়ে, যাই-ই হোক, তা কোনও ব্যাপার নয়। আমরা নবজাতকের সুস্বাস্থ্য কামনা করছি, #বেবিরাসেল।



এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বন্ধু ও অনুরাগী এবং নেটিজেনরা রাসেল-দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।