কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ ক্যারিবিয়ান ক্রিকেটাররা সবসময়ই আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাঁদের মারমুখী ব্যাটিং দর্শকদের ভরপুর বিনোদন জোগায়। বুধবার রাতের ইডেনেও তার ব্যতিক্রম হল না। আন্দ্রে রাসেলের ব্যাটিং তাণ্ডবে বিধ্বস্ত হল কিংস ইলেভেন পঞ্জাব।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স স্কোরবোর্ডে ২১৮ রান তোলে। ইডেনে আইপিএলে এটাই সবচেয়ে বেশি স্কোর। আর এর একটা বড় কৃতিত্ব রাসেলের। ইনিংসের শেষের দিকে তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে দুশো রানের গণ্ডি পার করল নাইট রাইডার্স।
নীতীশ রানা (৬৩) আউট হওয়ার পর ব্যাট করতে নামেন রাসেল। যখন তাঁর রান ছিল মাত্র ৩ তখন ১৭ তম ওভারে মহম্মদ সামির দুরন্ত ইয়র্কার রাসেলের স্ট্যাম্প ছিটকে দেয়। কিন্তু দেখা যায়, যেখানে ৩০ গজ বৃত্তের ভেতর চার ফিল্ডার থাকার কথা, সেখানে রয়েছেন মাত্র তিনজন। আম্পায়ার এজন্য নো বল ডাকেন। আর এই ভুলের ফল ভুগতে হল পঞ্জাবকে। সুযোগের সম্পূর্ণ ব্যবহার করে পরের ১১ টি বলে পাঁচটি ছয় ও তিনটি বাউন্ডারি মারলেন তিনি। তাঁর ব্যাটিংয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে ইডেনের গ্যালারি। শেষ ওভারে ছয় মারতে গিয়ে আউট হন তিনি।



নো-বল কাণ্ডের পরের ১৯ বলে নাইট রাইডার্স মাত্র ১৯ বলে ৫৬ রান করে। কেকেআরের ইনিংসে ছিল মোট ১৭ টি ছয়।
কেকেআরের পক্ষে সর্বাধিক রান করেন রবিন উথাপ্পা। ৫০ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন তিনি। নীতীশ রানা ৩৪ বলে ৬৩ রানের ইনিংস খেলেন।