অস্ট্রেলিয়া শিবির সূত্রে খবর, চোটের জায়গা স্ক্যান জন্য ওয়ার্নারকে হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চোট পরীক্ষা করার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে, তিনি পরের ম্যাচে খেলবেন না বিশ্রামে থাকবেন। এই সিরিজের পরে তিন ম্যাচের টি-২০ সিরিজ এবং চার ম্যাচের টেস্ট সিরিজ আছে। সেই ম্যাচগুলিতে ওয়ার্নারের দলে থাকা অস্ট্রেলিয়ার জন্য জরুরি। তাই তাঁর চোটের বিষয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ দল। এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানিয়েছেন, ‘ডেভিড ওয়ার্নারের ফিটনেসের বিষয়ে আমার কোনও ধারণা নেই। ওর চোটের অবস্থা কেমন দেখতে হবে। আমার মনে হয় না ও তৃতীয় একদিনের ম্যাচে খেলতে পারবে।’ Ind vs Aus, 2nd ODI: ভিডিওতে দেখুন, আজ ফিল্ডিং করার সময় চোট পেলেন ডেভিড ওয়ার্নার, সিরিজের তৃতীয় ম্যাচে অনিশ্চিত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Nov 2020 09:45 PM (IST)
India vs Australia, 2nd ODI, David Warner: অস্ট্রেলিয়া শিবির সূত্রে খবর, চোটের জায়গা স্ক্যান জন্য ওয়ার্নারকে হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সিডনি: ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে অসাধারণ ব্যাটিং করলেও, ফিল্ডিং করার সময় চোট পেলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। তৃতীয় ম্যাচে তিনি খেলতে পারবেন কি না, সেটা এখনই বলা যাচ্ছে না। অসাধারণ ফর্মে এই বাঁ হাতি ব্যাটসম্যান। প্রথম ম্যাচে ৬৯ রান করার পর আজ তিনি ৮৩ রান করেন। কিন্তু ভারতের ইনিংসের চতুর্থ ওভারে চোট পান তিনি। জশ হ্যাজেলউডের একটি বল মিড অফে ঠেলে দিয়ে রান নিতে ছোটেন শিখর ধবন। বলটি ধরতে গিয়ে পড়ে যান ওয়ার্নার। তিনি ডান কুঁচকিতে চোট পান। তাঁকে ধরে মাঠের বাইরে নিয়ে যান গ্লেন ম্যাক্সওয়েল ও এক সাপোর্ট স্টাফ।