মেলবোর্ন: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের পিচে অসমান বাউন্সে অস্ট্রেলিয়ার শন মার্শ, মার্কাস স্টোইনিসের মতো ব্যাটসম্যানরা আঘাত পাওয়ায় পরিত্যক্ত হয়ে গেল শেফিল্ড শিল্ডের ম্যাচ। আজ ছিল ভিক্টোরিয়ার বিরুদ্ধে পশ্চিম অস্ট্রেলিয়ার ম্যাচের প্রথম দিন। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভিক্টোরিয়া। কিন্তু শুরু থেকেই বাউন্সের জন্য সমস্যায় পড়তে থাকেন পশ্চিম অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। পিটার সিডলের বাউন্সার আছড়ে পড়ে মার্শের হেলমেটে। সিডলেরই বলে মাথায় আঘাত পান স্টোইনিস। পরে অ্যান্ড্রু ফেকেটের বলে পাঁজর, আঙুলেও চোট পান স্টোইনিস। ব্যাটসম্যানরা এভাবে বারবার আঘাত পেতে থাকায় এদিনের মতো খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। আগামীকাল খেলা হবে কি না, সেটা এখনও স্পষ্ট নয়।

মেলবোর্নেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। তার আগে পিচের এই হাল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তা পিটার রোচ বলেছেন, ‘আজকের খেলা পরিত্যক্ত হয়ে যাওয়ায় আমরা অত্যন্ত হতাশ। টেস্ট ম্যাচের পিচ তৈরির জন্য এমসিজি-র মাঠকর্মীদের হাতে দু’সপ্তাহ রয়েছে। এই ম্যাচ যে পিচে খেলা হচ্ছে, সেটিতে আন্তর্জাতিক ম্যাচ হবে না। এমসিজি-র পিচে অসমান বাউন্সের বিষয়টি আমরা ভালভাবে খতিয়ে দেখব। খেলোয়াড়দের সুরক্ষার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। অসমান বাউন্সের কারণে খেলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত একদম ঠিক। উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ায় আম্পায়ারদের প্রশংসা করছি।’