নয়াদিল্লি: গতকাল রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের এই জয়ে দলের বিভিন্ন খেলোয়াড়ের বিশেষ বিশেষ অবদান ছিল। অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৩৮ বলে ৬৯ রান করেন। যুবরাজের ৩৮ রানের ক্যামিও বিশেষ উল্লেখযোগ্য। গতকালের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ বেন কাটিং।

একটা সময় মনে হচ্ছিল, ১৯০ রানের মধ্যে সানরাইজার্সকে বেঁধে রাখতে পারবে ব্যাঙ্গালোর। কিন্তু কাটিংয়ের ঝোড়ো ইনিংস হিসেব গুলিয়ে দেয়। ১৫ বলে ৩৯ রানের রুদ্ধশ্বাস ইনিংস খেলে দলের স্কোর ২০০-র গণ্ডি পার করে দেন কাটিং। তার ইনিংসে ছিল তিনটি চার এবং ছয়টি বিশাল ছক্কা। একটা ছক্কা তো ১১৭ মিটার দূরত্বে আছড়ে পড়ল। ইনিংসের ২০ তম ওভারে শেন ওয়াটসনের দ্বিতীয় বলটি স্টেডিয়ামের ছাদে ফেলে দেন কাটিং। ওই ওভারে ২০ রান সংগ্রহ করে হায়দরাবাদ। পরে বল হাতে ২ উইকেটও নেন কাটিং।

দেখুন সেই বিশাল ছক্কা-