সিরিজে দাপট দেখানোর পর ফুরফুরে মেজাজে ভারতীয় দলের ক্রিকেটারেরাও। শনিবার সতীর্থদের সঙ্গে নাচলেন যুজবেন্দ্র চাহাল। তৈরি করলেন সেই নাচের একটি টিকটক ভিডিও। মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
শনিবার ভারতীয় সময় সকালে একটি টিকটক ভিডিও পোস্ট করেন হরিয়ানার লেগস্পিনার চাহাল। ভিডিওটিতে তাঁকে নাচতে দেখা যায় সতীর্থ শ্রেয়স আইয়ার, শিবম দুবে ও অন্য একজনের সঙ্গে। চতুর্থ সেই ক্রিকেটারের মুখ নামানো ছিল। টুপিতে মুখ ঢাকাও ছিল। কে সেই চতুর্থ ক্রিকেটার, তা নিয়ে জল্পনা চলছে ভক্তদের মধ্যে। অনেকের মতে, তিনি কুলদীপ যাদব।
দেখুন চাহালদের নাচের সেই ভিডিও