উইকেটের পিছনে দাঁড়িয়ে কামিন্সকে ছক্কা মেরে দেখাতে বললেন। আরও বললেন যে, এই পিচে টিকে থাকাটা কিন্তু একেবারেই সহজ নয়।
স্ট্যাম্প ফোনে শোনা গিয়েছে ঋষভের কথাবার্তা। তাঁকে বলতে শোনা গেল, 'ওহে, এখানে টিকে থাকাটা সহজ নয়, প্যাট কয়েকটা ছক্কা তো মারো। অশ্বিন, ওই প্যাচে প্যাটকে বল করতে থাকো তো। আরে, প্যাট, তুমি তো খারাপ বলগুলোও মাঠের বাইরে পাঠাচ্ছো না'।
তবে ঋষভের এই সব কথাবার্তার একেবারেই জবাব দেননি কামিন্স। ঋষভের কথায় কান না দিয়েই তিনি খেলতে থাকেন।
আসলে প্রথম ইনিংসের প্রথম দিন কামিন্স ঋষভকে কিছু কথা বলেছিলেন। তার জবাবই এভাবে ফিরিয়ে দিলেন ২১ বছরের উইকেটরক্ষক। এমনকি মিচেল স্টার্কও ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে স্লেজ করার চেষ্টা করেছিলেন। এবার তাঁদের পাল্টা জবাব দিলেন ঋষভ।
যদিও এভাবে স্লেজিংয়ে একেবারেই খুশি নন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্কর। তিনি এ ব্যাপারে বলেন, দলের সহ খেলোয়াড়দের যা কিছু বলা হয়, কিন্তু প্রতিপক্ষকে নয়।