ক্রিকেট অনুরাগীদের কাছে ভিনদেশী ক্রিকেটারদেরও প্রচুর জনপ্রিয়তা রয়েছে। তারই আরও একবার প্রমাণ মিলল বেঙ্গালুরুতে। ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টের আগের দিন মেয়ে আইভি-কে নিয়ে শহরের রাস্তায় বেরিয়ে পড়েছিলেন অসি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। সঙ্গে স্ত্রী ক্যান্ডিস।
রাস্তায় অস্ট্রেলিয়ার এই বিধ্বংসী ব্যাটসম্যানকে চিনতে পেরে তাঁর চতুর্দিকে ভিড় জমে গেল অনুরাগীদের। চলল সেলফি তোলা। ওয়ার্নারও অনুরাগীদের আবদার মেটালেন হাসিমুখেই। লোকজনকে ছুটে আসতে দেখে প্রথমে একটু ঘাবড়ে গিয়ে ওয়ার্নারের কাছে চলে এল আইভি। তারপরই বিরক্ত হয়ে মুখ থেকে টিকট্যাক বের করে ছুঁড়ে ফেলে দিল সে। আইভি যে বিরক্ত হয়ে উঠেছিল তা জানিয়েছেন ওয়ার্নারই।