ম্যাচের পর হোটেলে ফিরে সিরিজ জয়ের উদযাপন করল মেন ইন ব্লু ব্রিগেড। হোটেলে টেবিলে সাজানো ছিল কেক। আর এই সময় প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি রবীন্দ্র জাডেজার সঙ্গে মিলে খানিক মজা করে রোহিত শর্মাকে চমকে দিতে চাইলেন। আর তাঁদের সেই কৌশল সফল হতেই শিশুর মতো হেসে ফেললেন ধোনি।
কেদার যাদবের সঙ্গে কেক কাটছিলেন রোহিত। এই সময়ই ধোনির কথা মতো রোহিতের কানের সামনে একটা বেলুন ফাটিয়ে দিলেন জাডেজা।আচমকা শব্দ শুনে থতমত খেয়ে যান রোহিত। তাঁর এই অবস্থা দেখে আর হাসি সামলাতে পারেননি মাহি। খুব জোরে হেসে ফেলেন তিনি।
মাঠে উর্বর ক্রিকেট মস্তিষ্কের জন্য খ্যাতি রয়েছে প্রাক্তন অধিনায়কের। একইসঙ্গে মাঠের বাইরে সহ খেলোয়াড়দের সঙ্গে মজা করার সুযোগ কোনওভাবেই ছাড়েন না ধোনি।