কলকাতা: দীর্ঘদিন বাদে মহেন্দ্র সিংহ ধোনির বাইশ গজে প্রত্যাবর্তন দেখতে মুখিয়ে ছিলেন তাঁর অনুরাগীরা। আসন্ন আইপিএলে ২৯ মার্চ হলুদ জার্সিতে ধোনি মাঠে নামবেন, ধরে নিয়েই তৈরি হচ্ছিলেন তাঁরা। আসলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে আগামী ২৯ মার্চ এবারের আইপিএলের সূচনা হওয়ার কথা ছিল। কিন্তু সবকিছু ওলোটপালট করে দিয়েছে করোনাভাইরাসের হানা। ত্রয়োদশ আইপিএল পিছিয়ে গিয়েছে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। বেশ কিছুদিন ধরে চেন্নাই সুপার কিংসের নেটে প্রস্তুতি শুরু করেছিলেন। করোনার প্রাদুর্ভাবের কারণে অনুশীলন শিবির ছেড়ে বাড়িতে ফিরেছেন সিএসকে অধিনায়ক।


নিজের শহরে সোমবার দারুণ মেজাজে কাটালেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। ব্যাডমিন্টন খেললেন, চড়লেন বাইকও।


আইপিএলের আসন্ন মরশুমের প্রস্তুতির জন্য মার্চের প্রথম সপ্তাহে চেন্নাইয়ের শিবিরে যোগ দিয়েছিলেন ধোনি। কিন্তু টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ার পর শিবির ছেড়ে চলে আসতে হয়েছে। তবে ফিটনেস বজায় রাখার চেষ্টায় কোনও খামতি নেই তাঁর। রাঁচির জেএসসিএ ইনন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে ব্যাডমিন্টন কোর্টে র‌্যাকেট হাতে নেমে পড়েন তিনি। এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে।
আর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। ভিডিও-তে ধোনিকে বাইক চালাতে দেখা গিয়েছে।