নয়াদিল্লি:আট মাসের সাসপেনশনের মেয়াদ শেষে প্রত্যাবর্তনেই সাড়া ফেলেছেন মুম্বইয়ের তারকা ব্যাটসম্যান পৃথ্বী শ। গত রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে অসমের বিরুদ্ধে ৩৯ বলে ৬৩ রানের ঝলমলে ইনিংস আসে তাঁর ব্যাট থেকে।
অসাবধানতাবশত নিষিদ্ধ বস্তু সেবনের জন্য বিসিসিআই এই তরুণ ব্যাটসম্যানকে নির্বাসিত করেছিল। ওই বস্তু সাধারণত কাশির সিরাপে থাকে।
মাঠে ফিরেই তাঁর ব্যাটিং দাপটে মুম্বই ২০ ওভারে পাঁচ উইকেটে ২০৬ রান করে। জবাবে অসম আট উইকেটে করে ১২৩ রান। ম্যাচ জিতে গুরুত্বপূর্ণ পয়েন্ট পায় মুম্বই।
ওই ম্যাচে হাফসেঞ্চুরির পর পৃথ্বী ব্যাটে টোকা দিয়ে ইঙ্গিতে জানিয়েছিলেন, এবার ব্যাটই কথা বলবে।



এই প্রতিভাবান ব্যাটসম্যানের আচরণ একেবারেই ভালোভাবে নিতে পারেননি তাঁর অনুরাগীদের একাংশ। কামব্যাক ম্যাচে অতিরিক্ত আত্মবিশ্বাস প্রদর্শনের জন্য তাঁরা পৃথ্বীকে ট্রোল করেছেন।







কামব্যাক ম্যাচে পৃথ্বীর অর্ধশতরানের সেলিব্রেশনের ভিডিও বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে।
এর আগে তাঁর নেটে অনুশীলনের একটি ভিডিও শেয়ার করেছিলেন পৃথ্বী। ক্যাপশনে লিখেছিলেন, আমি আজ ২০-তে পা দিলাম।আমি আশ্বাস দিচ্ছি যে, এবার পৃথ্বী শ ২.০ কে দেখা যাবে। শুভেচ্ছা ও সমর্থনের জন্য ধন্যবাদ। খুব শীঘ্রই মাঠে ফিরে আসছে।