এর আগে এদিন দর্শকরা অভিযোগ করেন, ‘নিরাপত্তার কারণে’ তাঁদের কালো পোশাক পরে স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকী, কালো রঙের টুপি পরেও কাউকে স্টেডিয়ামে ঢুকতে দেননি নিরাপত্তারক্ষীরা। অনেকেরই অভিযোগ, কেউ যাতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে না পারেন, সেই কারণেই কালো রং নিষিদ্ধ করা হয়। কিন্তু তাতেও প্রতিবাদ থামানো যায়নি। দেখুন, ওয়াংখেড়েতে ‘নিরাপত্তার কারণে’ নিষিদ্ধ কালো পোশাক, গ্যালারিতে সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ দর্শকদের
Web Desk, ABP Ananda | 14 Jan 2020 07:32 PM (IST)
এর আগে এদিন দর্শকরা অভিযোগ করেন, ‘নিরাপত্তার কারণে’ তাঁদের কালো পোশাক পরে স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হয়নি।
মুম্বই: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দেশজুড়ে যে প্রতিবাদ চলছে, সেটা দেখা গেল ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম একদিনের ম্যাচেও। গ্যালারিতে কয়েকজন দর্শকের পোশাকে নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিকপঞ্জীর বিরুদ্ধে স্লোগান লেখা ছিল।