মাদ্রিদ: লা লিগায় ডেপোর্টিভো লা করুনার বিরুদ্ধে ম্যাচের শেষদিকে হেড করতে গিয়ে বিপক্ষের অ্যালেক্স বারজান্তাতিনোসের সঙ্গে সংঘর্ষে মস্তিষ্কে মারাত্মক আঘাত পেলেন অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার ফার্নান্দো তোরেস। চোট পাওয়ার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে কাতরাতে থাকেন তিনি। সবাই আতঙ্কিত হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তোরেসকে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। এখন তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অ্যাটলেটিকোর লেফট ব্যাক ফিলিপে লুইজ বলেছেন, তাঁরা সবাই ভয় পেয়ে গিয়েছিলেন। অপর এক ডিফেন্ডার হোসে মারিয়া গিমেনেজ তো কেঁদেই ফেলেছিলেন। তবে তোরেসের বর্তমান অবস্থার খবর পেয়ে সবাই স্বস্তিতে।
তোরেস হাসপাতাল থেকেই সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
তোরেসের প্রাক্তন ক্লাব চেলসির পক্ষ থেকে ট্যুইট করে এই ফুটবলারের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।