ঘটনাটি মাউন্ট মাউনগানুইয়ে নিউজিল্যান্ড ইনিংসের অষ্টম ওভারের। শার্দুল ঠাকুরের ওভারের শেষ বল পুল করেন রস টেলর। বল বাউন্ডারির বাইরে উড়ে যাচ্ছিল। অবিশ্বাস্য দক্ষতায় শরীর শূন্যে ভাসিয়ে সেই বলটিকে মাঠে ঠেলে দেন স্যামসন।
দেখুন সেই ভিডিও
মাত্র দুরান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় টেলরকে। চার রান বাঁচিয়ে দেন স্যামসন। তাঁর সেই ফিল্ডিং বিশেষজ্ঞদের মন জিতে নিয়েছে।