দেখুন: ফিরোজ শাহ কোটলায় গৌতম গম্ভীরকে আবেগবিহ্বল বিদায় সংবর্ধনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Dec 2018 06:16 PM (IST)
নয়াদিল্লি: এভাবেই তো বিদায় নেন নায়করা। রঞ্জি ট্রফিতে দিল্লির হয়ে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে কেরিয়ারের শেষ ম্যাচ খেললেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটসম্যান গৌতম গম্ভীর। আর এই ম্যাচে ঝকঝকে ১১২ রানের ইনিংস খেললেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ফিরোজ শাহ কোটলায় ডিডিসিএ গম্ভীরের বিশেষ বিদায় সংবর্ধনার আয়োজন করেছিল। ওই অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন ভারতের টি ২০ ও একদিনের বিশ্বকাপ ফাইনালের নায়ক গম্ভীর। সম্বর্ধনা অনুষ্ঠানের সময় গ্যালারিতে প্রিয় ক্রিকেটারকে দেখতে ভিড় ছিল অনুরাগীদের। তাঁরা গম্ভীরকে আবেগবিহ্বল বিদায় সংবর্ধনা দিলেন। গম্ভীরও অনুরাগীদের আবেগের জোয়ারে ভাসলেন। অনুরাগীদের শুভেচ্ছা জানালেন তিনি। কয়েকজন অনুরাগীর সঙ্গে হাতও মেলালেন তিনি। একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।