অ্যাডিলেড: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে জয়ের পর দলের পারফরম্যান্স নিয়ে খুশি ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচের শেষে বললেন, ম্যাচে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আসলে ম্যাচের শেষ দিন অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা প্রবল প্রতিরোধ গড়ে তোলেন। এতে ভারতের জয়ের ক্ষণ বিলম্বিত হয়।
অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে ৩১ রানে হারিয়ে চার টেস্টের সিরিজ ১-০ এগিয়ে গিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার শেষ চার ব্যাটসম্যান ১০৭ রান যোগ করেন। একটা সময় ভারতীয় শিবিরে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল তাঁদের এই মাটি কামড়ে থাকা লড়াই।
ম্যাচের পর কোহলি বলেছেন, টেস্ট ম্যাচে এমনটা হয়ে থাকে। ওঠাপড়া থাকে। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয়। আসলে অস্ট্রেলিয়ার টেল এন্ডাররা প্রকৃত অর্থেই লড়াই করেছে। কিন্তু আমরা আমাদের রণকৌশল সঠিকভাবে প্রয়োগ করেছি।
অজি লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের লড়াই চিন্তা বাড়িয়ে দিয়েছিল কিনা, এই প্রশ্নের উত্তরে কোহলি বলেছেন, আমি এটা একেবারেই বলব না যে, ওই সময় নিরুদ্বিগ্ন ছিলাম। কিন্তু সব সময় যেটা ভাবা হচ্ছে, তা প্রকাশ্যে জানানো যায় না। জসপ্রিত( বুমরাহ) যখন শেষ ওভার করছিল, তখন ওকে শান্ত থাকতে বলেছিলাম। বোলারদের জন্য গর্বিত। আমাদের পাঁচ বোলার ছিল এবং ওরা ২০ টা উইকেট নিয়েছে। এটা দারুণ একটা কৃতিত্ব। আগে এমনটা করতে পারছিলাম না আমরা।
কোহলি বসেছেন, সামগ্রিকভাবে আমরা এই টেস্টে খুব ভালো খেলেছি এবং আশা করছি, ব্যাটসম্যানরা পরবর্তী ম্যাচগুলিতে ভালো ব্যাটিং করবে এবং বোলাদের প্রচেষ্টাকে সফল করবে।
অধিনায়ক আরও বলেছেন, এর থেকে একটা বিষয় সাফ যে, ব্যাটসম্যানকরা নিয়মিতভাবে দায়িত্ব পালন করলে আমরা সব টেস্টেই জয়ের জন্য ঝাঁপাব। সামগ্রিকভাবে আমাদের দল খুবই ভালো এবং আমরা জয়ের যোগ্য।
অ্যাডিলেডে ভারতের জয়ের নায়ক চেতেশ্বর পূজারা। প্রথম ইনিংসে ১২৩ এবং দ্বিতীয় ইনিংসে ৭১ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাটিংয়ের প্রশংসা করেছেন অধিনায়ক।
কোহলি বলেছেন, পূজারা অসাধারণ ইনিংস খেলেছে। ওর ধৈর্য্য ও দায়বদ্ধতার কারণেই আমরা ম্যাচে ফিরে আসতে পেরেছি।জানতাম যে, আমরা ভালো স্কোর করলে অস্ট্রেলিয়া চাপে পড়ে যাবে। এরপর দ্বিতীয় ইনিংসেও পূজারা ও রাহানে দারুণ ব্যাটিং করেছে।
৩২৩ রানের লক্ষ্য যথেষ্ট ছিল কিনা, এই প্রশ্নের জবাবে কোহলি বলেছেন, আমার মনে হয়, আমাদের মিডল ও লোয়ার অর্ডার আরও ভালো করতে পারে। আমাদের আরও ৩০-৩৫ রান করা উচিত ছিল। এমনটা হলে অস্ট্রেলিয়ার হাত থেকে ম্যাচ ওই সময়ই বেরিয়ে যেত।
পার্থে দ্বিতীয় টেস্টের আগে এই বিষয়গুলি খতিয়ে দেখা হবে বলে কোহলি জানিয়েছেন।
অন্যদিকে, ম্যাচ হেরে হতাশ অজি অধিনায়ক টিম পেইন। যোগ্য দল হিসেবেই ভারত জিতেছে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, লক্ষ্য ধরাছোঁয়ার মধ্যেই ছিল। কিন্তু প্রধান ব্যাটসম্যানরা উইকেটে টিতে থাকতে পারেনি।
পূজারার ইনিংসই দুই দলের মধ্যে ফারাক গড়ে দিয়েছে বলে টিম পেইন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এখনও সিরিজ জেতা সম্ভব, এই বিশ্বাস নিয়েই তাঁরা পার্থে নামবেন।