মুম্বই: ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরে নিজের জায়গা করে নিয়ে না পারলেও প্রচারের আলো থেকে দূরে সরে যাননি ‘মুম্বই-ইন্ডিয়ানস’-এর অলরাউন্ডার তারকা হার্দিক পাণ্ড্য। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয় তার বিভিন্ন মজার ভিডিও। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে একটি ভিডিও শেয়ার করেছেন হার্দিক। এতে দেখা যাচ্ছে, একটি শিশুর সঙ্গে খেলা করছেন তিনি। ভিডিওর সঙ্গে তিনি লেখেন, ‘রবিবারের বেবিসিটিং’।




হার্দিকের ভাই ক্রুনাল পাণ্ড্য তাঁর টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করেন একটি ভিডিও। এই ভিডিওটিতে রয়েছে হার্দিক ও ক্রুনালের গান। দুই ভাই মাইক হাতে একসঙ্গে গাইছেন, ‘হোয়াই দিস কোলাভেরি কোলাভেরি ডি’।




অন্য আরেকটি ভিডিওতে ধরা পড়েছে হার্দিক ও ক্রুনালের কমলা রঙের ল্যাম্বর্গিনি শহরে ঘুরে বেরানোর ছবি।




আইএএনএসকে দেওয়া একটি সাক্ষাৎকারে ক্রুনাল পাণ্ড্য জানান, একদিনের ক্রিকেট ম্যাচর দলে অলরাউন্ডার হিসেবে নিজের জায়গা পাকা করে নিয়েছেন হার্দিক পাণ্ড্য। এবার তিনিও চান দাদার মতোই দলে সুযোগ পেতে।