মুম্বই: ভারতের মহিলা দলের কাছে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে টুর্নামেন্টের ষষ্ঠ টি ২০ ম্যাচে ইংল্যান্ড ৮ উইকেটে হেরে গিয়েছে। ইংল্যান্ড দলকে হারিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্টে একমাত্র জয় পেয়েছে ভারতীয় দল। ফাইনালে ওঠার আশা শেষ হলেও ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে ভারতীয় দলের পারফরম্যান্স নজর কেড়েছে। ১০৭ রানে ইংল্যান্ডকে অল আউট করে দেয় ভারত। ভারতীয় স্পিনাররা মাত্র ৪৮ রান দিয়ে ৯ টি উইকেট তুলে নেন।অঞ্জু পাটিল তিনটি এবং রাধা যাদব, পুনম যাদব এবং দীপ্তি শর্মা দুটি করে উইকেট পেয়েছেন। ম্যাচের শুরু থেকেই ভারতীয় দলের মেয়েরা আধিপত্য বজায় রাখে।
জবাবে ব্যাট করতে নেমে স্মৃতি মান্ধানা (অপরাজিত ৬২) ও হরমনপ্রীত কউরের (২০) ইনিংসে ভর করে ১৫.৪ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।
ফিল্ডিংয়ে নজর কেড়েছেন ভারতীয় দলের হরমনপ্রীত। তিনি একটি চোখধাঁধানো ক্যাচ ধরে তাক লাগিয়ে দিয়েছেন। ইংল্যান্ডের ইনিংসের ১৭ তম ওভারে ড্যানিয়েল হ্যাজেল বোলারের মাথার ওপর দিয়ে একটি শট খেলেন। কউর লং অফে ফিল্ডিং করছিলেন। সেখান থেকে ছুটে আসেন তিনি। বল মাটিতে পড়ছে দেখে ঝাঁপিয়ে একহাতে দুরন্ত ক্যাচ ধরেন তিনি।

সেই দুরন্ত ক্যাচ দেখতে ক্লিক করুন এখানে