মেলবোর্ন:অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগের ম্যাচ চলাকালে দুর্ঘটনা। রান নিতে গিয়ে বিপক্ষের বোলারের সঙ্গে ধাক্কা লেগে মাঠের বাইরে চলে যেতে হল ব্যাটসম্যানকে। মেলবোর্ন রেনেগেডসের উইকেটরক্ষক ব্যাটসম্যান স্যাম হার্পারের সঙ্গে ধাক্কা লাগে হোবার্ট হ্যারিকেন্সের বোলার নাথন এলিসের। আর এই সংঘাত এতটাই প্রবল ছিল যে, খেলা থামিয়ে দিতে হয়। চিকিত্সকরা এসে হার্পারের আঘাত পরীক্ষা করে দেখেন। এই তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে মাঠ ছাড়তে হয়। বিবিএলে প্রথম কনকাসন সাবস্টিটিউট হিসেবে হার্পারের জায়গায় খেলেন টম কুপার।
সংঘর্ষের এই ঘটনার ভিডিও বিবিএল তাদের ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছে।



এই ঘটনার পর হার্পারের আঘাত সম্পর্কে তথ্য জানায় রেনেগেডস। জানানো হয়, ক্লাবের মেডিক্যাল স্টাফরা জানিয়েছেন, হার্পার আছন্ন হয়ে পড়েন এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পর্যবেক্ষণের জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়।
প্রথমে ব্যাট করতে নেমে হ্যারিকেন্স ম্যাথু ওয়েড (২০ বলে ৬৬) ও ম্যাকালিস্টার রাইট (৫০ বলে ৭০)-এর জোড়া হাফসেঞ্চুরি এবং বেন ম্যাকডারমটের ঝোড়ো ইনিংস (১৯ বলে ৩৮) ভর করে নির্ধারিত ২০ ওভারে করে ৩ উইকেটে ১৯০ রান। রেনেগেডস অবশ্য ম্যাচ হেরে যায়। মহম্মদ নবির ৩০ বলে ৬৩ রানের ইনিংস কাজে আসেনি। মাত্র ৪ রানে হার মানতে হয় তাদের।