কার্ডিফ: গত শুক্রবার বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ড বাংলাদেশকে ১০৬ রানে হারিয়ে দিয়েছে। ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৮৬ রানের পাহাড় খাড়া করে ইংল্যান্ড। জবাবে ২৮০ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে ধরাশায়ী করেন ইংলিশ ফাস্ট বোলার জোফরা আর্চার। তাঁর দুরন্ত গতির বোলিং ইতিমধ্যেই বিশেষজ্ঞদের নজর কেড়েছে। বাংলাদেশের বিরুদ্ধে এমন একটা উইকেট নিলেন তিনি, যা সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বল বাংলাদেশের ব্যাটসম্যানকে পরাস্ত করে স্ট্যাম্প ভেঙে সোজা উড়ে গেল বাউন্ডারির বাইরে।
বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে ওই ঘটনা ঘটে। সৌম্য সরকারকে বল করছিলেন আর্চার। দ্রুত গতির ওই বল খেলতে গিয়ে মিস করেন সৌম্য। বল স্ট্যাম্পের ওপরের অংশে লাগে। বেল পড়ে যায়। এরপর বল সোজা উড়ে গিয়ে পিছনের দিকের বাউন্ডারির বাইরে চলে যায়।
আর এই ঘটনা দেখে খেলোয়াড়, ধারাভাষ্যকার ও দর্শকরাও অবাক হয়ে যান।