চলতি আইপিএল-এই রাজস্থান রয়্যালসের জোস বাটলারকে নন-স্ট্রাইকার প্রান্তে রান আউট করে বিতর্কে জড়ান অশ্বিন। সেই ঘটনার পর থেকেই তিনি বল করার সময় নন-স্ট্রাইকাররা সতর্ক থাকছেন। দেখুন, বল করছেন অশ্বিন, নন-স্ট্রাইকার প্রান্তে ‘সতর্ক’ ওয়ার্নার
Web Desk, ABP Ananda | 09 Apr 2019 09:32 AM (IST)
চলতি আইপিএল-এই রাজস্থান রয়্যালসের জোস বাটলারকে নন-স্ট্রাইকার প্রান্তে রান আউট করে বিতর্কে জড়ান অশ্বিন। সেই ঘটনার পর থেকেই তিনি বল করার সময় নন-স্ট্রাইকাররা সতর্ক থাকছেন।
মোহালি: কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন বল করার সময় এখন শুধু স্ট্রাইকিং প্রান্তে থাকা ব্যাটসম্যানই নন, উল্টোদিকে যিনি থাকছেন, তিনিও সতর্কতা অবলম্বন করছেন। গতকাল পঞ্জাবের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে এই দৃশ্য দেখা গিয়েছে। হায়দরাবাদের ইনিংসের সপ্তম ওভারে বল করতে আসেন অশ্বিন। তখন নন-স্ট্রাইকার প্রান্তে ছিলেন ওয়ার্নার। তিনি ক্রিজে ব্যাট ঠেকিয়ে রাখেন।