হংকং: ক্রিকেটের দুনিয়ায় বিশ্বের অন্যতম বিধ্বংসী বোলার হিসেবে ইতিমধ্যেই বেশ নাম করে ফেলেছেন ভারতের তরুণ পেসার জসপ্রীত বুমরাহ। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর অভিষেক হওয়া ইস্তক ক্রিকেটার পাশাপাশি, জেন্টলম্যান্স গেম-এর রোল মডেল হিসেবে তিনি নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছেন। আজ তাঁকে অনুকরণ করে বহু খুদে নিজেদের গড়ে তুলতে চাইছে। বুমরাহর এই খ্যাতির পেছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তাঁর অনন্য বোলিং অ্যাকশন। বিশ্বের তাবড় তাবড় ক্রিকেট-বিশেষজ্ঞরাও তাজ্জব বনে গিয়েছেন, বুমরাহের এই অদ্ভূত বোলিং অ্যাকশনে। বুমরাহের এই বোলিং অ্যাকশন তাঁর ভক্তদের মধ্যে দারুণ জনপ্রিয়। উদীয়মান ক্রিকেটাররা তাঁদের পছন্দের তারকার এই বোলিং অ্যকশন নকল করতেও পিছপা হচ্ছে না। সাধারণত, তারকাদের অনুকরণ করাটা অনুগামীদের কাছে স্বাভাবিক বিষয়। অতীতেও, একাধিক বিশ্ববন্দিত ক্রিকেটারের অনুকরণ করার ঘটনা ঘটেছে। কিন্তু, বুমরাহের অদ্ভূত বোলিং অ্যাকশনকে নকল করা মুখের কথা নয়। তবে, হংকংয়ের এক খুদে ক্রিকেটার ভারতীয় তারকার বোলিং নকল করে সোশ্যাল মিডিয়ায় তাক লাগিয়ে দিয়েছে। সম্প্রতি, অনূর্ধ্ব-১৩ লিগের একটি ম্যাচে বুমরাহের বোলিং অ্যাকশন নকল করতে দেখা যায় ওই খুদেকে। হংকং ক্রিকেট সংস্থা তারই ভিডিও টুইটারে পোস্ট করে।