জন্মদিনে শুভেচ্ছার জোয়ারে ভেসে যাচ্ছেন বিরাট। প্রাক্তন ও বর্তমান সতীর্থ এবং অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। তবে এই বিশেষ দিনটি কাছের লোকেদের সঙ্গেই কাটাচ্ছেন বিরাট। শুক্রবার মধ্যরাতে তাঁর জার্সির আদলে তৈরি কেক কেটেছেন তিনি। ৯ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। জন্মদিনেও সেটা ভোলেননি বিরাট। অ্যালেস্টার কুকের দলের কাছে গতবারের সিরিজে হারের বদলা নিতে মরিয়া ভারতের অধিনায়ক। সেই লক্ষ্যেই তৈরি হচ্ছেন তিনি। দেখুন, কীভাবে জন্মদিন পালন করছেন বিরাট কোহলি
Web Desk, ABP Ananda | 05 Nov 2016 04:33 PM (IST)
নয়াদিল্লি: পরিবারের লোকজন এবং বন্ধুদের পাশে নিয়ে কেক কেটে জন্মদিন পালন করলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। আজ তাঁর ২৮-তম জন্মদিন। এই বিশেষ দিনটি ঘনিষ্ঠদের সঙ্গেই কাটাচ্ছেন বিরাট।