নয়াদিল্লি: করোনাভাইরাস অতিমারির সংকটে বিদ্ধ সমগ্র বিশ্ব। কার্যস্ত স্তব্ধ দৈনন্দিন কাজকর্ম। গৃহবন্দি বিভিন্ন দেশের মানুষ। এর প্রভাব পড়েছে ক্রীড়া জগতেও। বাতিল হয়েছে বিভিন্ন টুর্নামেন্ট। মারণ এই ভাইরাসের কারণে নিউজিল্যান্ডের ক্রিকেট দলকে গত ১৩ মার্চ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দর্শকশূন্য গ্যালারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে হয়েছিল। পরে দুই দলের তিন ম্যাচের সিরিজ বাতিল করে দিতে হয়। মারণ এই ভাইরাস মোকাবিলায় নিউজিল্যান্ড সরকার বিমান পরিবহণ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ায় সিরিজ বাতিল করতে হয়েছিল।
দেশে ফেরার পর কিউই দলের অধিনায়ক কেন উইলিয়ামসন কোভিড-১৯ সংক্রমণের বিরুদ্ধে প্রাণপাত লড়াইয়ের জন্য দেশের চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন একদিনের ক্রিকেটের বিশ্বকাপের রানার-আপ দলের অধিনায়ক।ভিডিওতে উইলিয়ামসনকে তাঁর পোষা কুকুরকে স্লিপ ক্যাচিং অনুশীলন করাতে দেখা গিয়েছে। স্লো মোশনের এই ভিডিওতে দেখা যাচ্ছে যে, তাঁর পোষা কুকুর দাঁড়িয়ে রয়েছে স্লিপ পজিশনে। কিউ অধিনায়ক তাঁর ব্যাটে বল নিয়ে ক্যাচ দিচ্ছেন। আর ওই কুকুর মুখে করে ধরে নিচ্ছে ওই বল।
ক্যাপশনে উইলিয়ামসন লিখেছেন, স্যান্ডি স্লিপে!আর কোনও কুকুর কি ওর সঙ্গে যোগ দেবে?


করোনাভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশ মেনে গৃহবন্দি থাকছেন তিনি।
একটি সংবাদমাধ্যমে তিনি লিখেছেন, গত কয়েকদিনের ঘটনায় স্পষ্ট যে, এ ধরনের স্বাস্থ্যসংকট এর আগে কখনও দেখা যায়নি।