নয়াদিল্লি: গতকাল চলতি আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিংস। এদিনই আবার ছিল কেদার যাদবের ৩৫-তম জন্মদিন। এই ম্যাচে সহজেই ৬ উইকেটে জয় পায় চেন্নাই। এরপর ড্রেসিংরুমেই পালন করা হয় কেদারের জন্মদিন। তাঁর মুখে এবং শরীরের বিভিন্ন অংশে কেক মাখিয়ে দেন সতীর্থরা। ট্যুইটারে এই জন্মদিনের অনুষ্ঠান পালনের ভিডিও এবং ছবি পোস্ট করা হয়েছে।



চলতি আইপিএল-এ পরপর দু’টি ম্যাচ জিতে শুরুটা দুর্দান্ত করেছে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই। প্রথম ম্যাচে গতবারের রানার্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারানোর পর গতকাল দিল্লির বিরুদ্ধেও সহজ জয় পেয়েছে চেন্নাই।