বেঙ্গালুরু: মাঠে আগ্রাসী মানসিকতার জন্য পরিচিত ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। ক্রিকেট মহলে ওয়াকিবহাল হিসেবে পরিচিত অনেকেই মনে করেন, কোহলির এই আক্রমণাত্মক মানসিকতা অনেকক্ষেত্রে কোনও অস্ট্রেলিয় খেলোয়াড়ের চেয়েও বেশি। ব্যাটিং হোক বা দলকে নেতৃত্ব দেওয়া বা ফিল্ডিং-মাঠে সর্বক্ষেত্রেই কোহলির এই মানসিকতার প্রতিফলন দেখা যায়।মাঠে নামলে তাঁর শরীরী ভাষাতেই স্পষ্ট হয়ে যায় যে, কতটা আবেগপ্রবণ তিনি। ম্যাচের শেষ বল পর্যন্ত এই তীব্র লড়াইয়ের মানসিকতা তাঁর চোখেমুখে ধরা পড়ে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচেও এর ব্যতিক্রম হল না। গতকালের ওই ম্যাচে এমন একটা ঘটনা ঘটল যা উত্তেজনার পারদ বাড়াতে পারত। প্রোটিয়া বোলার বিউরান হেনড্রিক্সের সঙ্গে ধাক্কা লাগল কোহলির। তিনি যখন একটি রান নেওয়ার জন্য দৌড়ে বোলিং প্রান্তের দিকে যাচ্ছিলেন, তখন হেনড্রিক্স তাঁর নিজের জায়গায় দাঁড়িয়েছিলেন। কোহলিকে ছুটে আসতে দেখেও সরে যাননি তিনি। সাধারণত, বোলাররা এক্ষেত্রে ধাক্কা যাতে না লাগে সেজন্য সরে যান।



এই ঘটনার জন্য আইসিসি-র আচরণবিধির লেভেল ১ ভঙ্গের জন্য কোহলিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঁকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে।
আইসিসি-র বিবৃতি অনুযায়ী, কোহলি প্লেয়ার ও সহকারী কর্মীদের জন্য আচরণবিধির আধার ২.১২ লঙ্ঘন করেছেন।
গতকালের ম্যাচে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল বোলার ছিলেন হেনড্রিক্স। তিনি ৪ ওভারে ১৪ রান দেন। প্রথমে ব্যাট করতে নেমে হেনড্রিক্স সহ দক্ষিণ আফ্রিকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ভারত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রান করে।
এরপর অধিনায়ক কুইন্টন ডি ককের ৭২ রানের ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকা ভারতকে ৯ উইকেটে হারিয়ে দেয়। সিরিজের ফলাফল ১-১ হয়।