দেখুন: ঝাঁপিয়ে পড়ে রান আউট, ধোনিকে মনে করিয়ে দিলেন কেএল রাহুল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Feb 2020 12:36 PM (IST)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচে ঋষভ পন্থ আহত হওয়ার পর উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছিলেন কে এল রাহুল। তারপর থেকে উইকেটরক্ষক ও ব্যাটসম্যান-ভারতীয় দলে এই দ্বৈত ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে।
নয়াদিল্লি:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচে ঋষভ পন্থ আহত হওয়ার পর উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছিলেন কে এল রাহুল। তারপর থেকে উইকেটরক্ষক ও ব্যাটসম্যান-ভারতীয় দলে এই দ্বৈত ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। আর এরমধ্যেই তিনি প্রমাণ করে দিয়েছেন, উইকেটের পিছনেও তিনি যথেষ্ট সাবলীল। গতকাল রবিবার নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত টি ২০ সিরিজ ৫-০ জয়ী হয়েছে। গতকালের ম্যাচে উইকেটরক্ষক হিসেবে রাহুলের ক্ষিপ্রতা মহেন্দ্র সিংহ ধোনির কথা মনে করিয়ে দিয়েছে অনেককেই। কিউই ব্যাটসম্যান টিম সেইফার্ট একটি শট বোলার নভদীপ সাইনির দিকে খেলে রান নিতে দৌড়ন। সেই বল ফিল্ডিং করে সঞ্জু স্যামসন সোজা স্ট্রাইকার প্রান্তের স্টাম্প লক্ষ্য করে থ্রো করেন। কিন্তু সেই সময় স্টাম্পের কাছে কেউ ছিলেন না। রাহুল দৌড়ে এসে বল গ্লাভসে নিয়ে ঝাঁপিয়ে বেল ফেলে দেন। এরফলে টম ব্রুসকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। গতকালের ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত করে ৩ উইকেটে ১৬৩ রান। রোহিত শর্মা ৪১ বলে ৬০, রাহুল ৩৩ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। টি ২০ সিরিজ ৫-০ জয়ের পর এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে ভারত। আগামী ৫ ফেব্রুয়ারি হ্যামিল্টনে সিরিজ শুরু হবে।