এক্সপ্লোর
Advertisement
দেখুন: ঋষভকে আপত্তিকর কথার পাল্টা, ব্রডকে মুখের মতো জবাব কোহলির
নয়াদিল্লি: ‘যা বলার তা বল, খুব ভালো কথা’ (বোলতারহে জো বোলনা হ্যা, আচ্ছি বাত হ্যায়)। নটিংহ্যাম টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডকে এ কথা বলেছিলেন ভারতীয় দলের অধিনায়ক স্টুয়ার্ট ব্রড। আসলে এটা ছিল খেলার দ্বিতীয় দিনে আউট করার পর ভারতের উইকেটরক্ষক ঋষভ পন্তকে যে আপত্তিকর কথা বলেছিলেন ব্রড, এটা ছিল তারই জবাব।
চতুর্থ দিনে ভারতের তখন জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র দুটি উইকেটের। ব্যাটিং করছিলেন ব্রড ও আদিল রশিদ। সেই সময়ই ঋষভকে ব্রডের আপত্তিকর কথাবার্তা নিয়ে খোঁচা দিলেন কোহলি।
ওই সময় কীভাবে ঘটনার সূত্রপাত, তা কিন্তু স্পষ্ট নয়। সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনার যে ভিডিও ঘোরাফেরা করছে, তাতে কোহলিকেই প্রথমে মুখ খুলতে দেখা গিয়েছে।
— Baahubali (@bahubalikabadla) August 24, 2018কোহলির কথার জবাবে ব্রড বলেন, ‘এটা আক্রমণাত্মক’। সঙ্গে সঙ্গে কোহলি বলেন, ‘একটা বাচ্চা ছেলে (ঋষভ)-কে যা বলেছিল, এটা তারই পাল্টা’। এরপর ব্রড একটু হেসে বলেন, ‘এটা টেস্ট ক্রিকেট।এটা আক্রমণাত্মক। এটা আক্রমণাত্মক, বিরাট’। এই ঘটনার পরই জসপ্রিত বুমরাহর বলে আউট হন ব্রড। পরের দিন ভারত ২০৩ রানে ম্যাচ জেতে এবং ঋষভকে আপত্তিকর কথা বলার জন্য ব্রডের ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা হয়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement