কলকাতা: টি ২০-র সূচনা থেকেই ক্রিকেট মাঠে বিভিন্ন ধরনের প্রথাবহির্ভূত শট দেখা গিয়েছে। ইংল্যান্ডের কেভিন পিটারসেন 'সুইচ হিট', শ্রীলঙ্কার প্রাক্তন ওপেনার তিলকরত্নে দিলশন 'দিলস্কুপ' ও ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ 'আপারকাটে'র প্রবর্তক হিসেবে পরিচিতি পেয়েছিলেন। গতকাল আইপিএলের এলিমিনিনেটরে ইডেন গার্ডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে অন্য ধরনের একটা শট দেখতে পেলেন দর্শকরা। ধারাভাষ্যকারদের কেউ কেউ সেই শটকে 'টেনিস শট' আখ্যা দিয়েছেন।ওই শটটি মারেন কেকেআরের আন্দ্রে রাসেল।
গতকালের ম্যাচে তাঁর পাওয়ার হিটিংয়ের পাশাপাশি এ ধরনের উদ্ভাবনমূলক শট দর্শকরা বেশ উপভোগ করেছেন।
রাজস্থানের জেফ্রি আর্চারের স্লোয়ার বাউন্সারকে লং অফের ওপর দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন রাসেল। সেটি ছিল অনেকটা টেনিসের মতো ফোরহ্যান্ড শট।