ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ইংল্যান্ড দল সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিয়েছিল। কিন্তু কুলদীপ-ম্যাজিক তাদের কাছে পাঠক্রম বহির্ভূত ধাঁধা হয়ে উঠেছে বলেই মনে করা হচ্ছে।
টি ২০ সিরিজের প্রথম ম্যাচে ট্রেলার দেখিয়েছিলেন ২৩ বছরের বাঁহাতি স্পিনার। আর গতকাল সিরিজের প্রথম একদিনের ম্যাচে যেন পুরো সিনেমাটাই দেখিয়ে দিলেন তিনি। তাঁর স্পিনের জালে হাঁসফাঁস করল ইংল্যান্ডের টপ অর্ডার। ছয়টি উইকেট তুলে নিলেন কুলদীপ। একদিনের ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনি পাঁচ বা তার বেশি উইকেট সংগ্রহ করে নজির গড়লেন কুলদীপ।
এক ঝলকে দেখে নেওয়া যাক, গতকালের ম্যাচে কুলদীপের উইকেট গুলি-
প্রথম উইকেট: জেসন রয় ৩৮ (৩৫)– ক উমেশ বোল বো কুলদীপ
দ্বিতীয় উইকেট: জো রুট ৩ (৬) – এলবিডব্লু বো কুলদীপ
তৃতীয় উইকেট: জনি বেয়ারস্টো ৩৮ (৩৫) – এলবিডব্লু বো কুলদীপ
চতুর্থ উইকেট: জোস বাটলার ৫৩ (৫১) – ক ধোনি বো কুলদীপ
পঞ্চম উইকেট: বেন স্টোকস ৫০ (১০৩)- ক এস কউল বো কুলদীপ
ষষ্ঠ উইকেট: ডেভিড উইলি ১ (৪) – ক রাহুল বো কুলদীপ
ইনিংসের শুরুটা ভালো করেও কুলদীপের বোলিং-রহস্য বুঝতে না পারে ভেঙে পড়ল ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার।
ভারতের সামনে ২৬৮ রানের লক্ষ্য রাখে ইংল্যান্ড। ৪০.১ ওভারেই হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বিরাট কোহলির দল।