টনটন
: ২০১০-এ ইংল্যান্ডের লর্ডসে টেস্ট ম্যাচে স্পটফিক্সিং কেলেঙ্কারির দায়ে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা জারি হয়েছিল পাক পেসার মহম্মদ আমিরের ওপর। এবার সেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পাকিস্তান দলের হয়ে খেলতে এসেছেন আমির। অনুশীলন ম্যাচেই তাঁর আগুনে বোলিংয়ে বিপক্ষ শিবিরে রীতিমতো ত্রাহি ত্রাহি রব উঠল। ১১ ওভারে ৩৬ রান দিয়ে ৩ উইকেট নিলেন তিনি। যদিও যেভাবে পেস ও স্যুইং-এর মিশেলে যেভাবে বোলিং করলেন তা কার্যত টিম ইংল্যান্ডকে সতর্কবার্তা দিয়ে গেলেন। বিপক্ষ সমারসেটের ইনিংস মাত্র ১২৮ রানেই গুটিয়ে গেল।
আমিরের প্রথম শিকার ছিল ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান মার্কস ট্রেসকোথিক। আমিরের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে ফিরে যান তিনি।
তাঁর পরের শিকার অ্যাডাম হোস। তিনি বোল্ড হয়ে যান। এরপর সমারসেটের অধিনায়ক পিটার ট্রেগো আমিরের বলে তাঁরও স্ট্যাম্প ছিটকে যায়।