‘গলি ক্রিকেটে’র ভিডিও শেয়ার করে স্কুলজীবনের দিনগুলির স্মৃতিচারণ ধোনির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Sep 2019 08:31 PM (IST)
একান্ত অবসরে ডাউন দ্য মেমরি লেন হাঁটতে গিয়ে অজান্তেই এক চিলতে হাসি খেলে যায় ঠোঁটে। সে কেউ যতই সাফল্যের তুঙ্গে উঠুক না কেন। ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হওয়ার নয়।
রাঁচি: জীবনের অনেকটা পথ পেরিয়ে গেলেও ছোটবেলার স্মৃতিগুলো কখনওই ফিকে হয় না। একান্ত অবসরে ডাউন দ্য মেমরি লেন হাঁটতে গিয়ে অজান্তেই এক চিলতে হাসি খেলে যায় ঠোঁটে। সে কেউ যতই সাফল্যের তুঙ্গে উঠুক না কেন। ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হওয়ার নয়।ইনস্টাগ্রামে একটা মজাদার ভিডিও পোস্ট করে তিনি যেন ফিরে দেখতে চাইলেন সেই ফেলে আসা অনাবিল আনন্দের দিনগুলিতে। ভিডিওতে কয়েকজনকে গলিতে ক্রিকেট খেলতে দেখা যাচ্ছে। তাঁরা সম্ভবত ধোনির বন্ধুবান্ধব। ভিডিওতে ব্যাটসম্যানকে প্রথম বলে আউট হওয়ার পর নানা অজুহাতে তা অস্বীকার করতে দেখা যাচ্ছে। কখনও বলছেন, আরে,আমি রেডিই হয়নি। আবার কখনও বলছেন, প্রথম বলটাতো ট্রায়াল বল। যেমনটা পাড়ার ক্রিকেটে আকছারই দেখা যায়। শেষপর্যন্ত পরের বলেই আউট হলেন তিনি। এবার তিনি দুষলেন আলোর অভাবকে। ভিডিও শেয়ার করে ধোনি লিখেছেন, স্কুলে পড়ার দিনগুলির স্মৃতি ফিরিয়ে আনল। তিনি বলেছেন, এ ধরনের মজাদার ক্রিকেট সবাই কোনও না কোনও সময়ে দেখেছে। টেরিটোরিয়াল আর্মি রেজিমেন্টে প্রশিক্ষণ শেষে নিজের শহর রাঁচিতে ফিরে এসেছেন ধোনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। এবার বাংলাদেশের বিরুদ্ধেও টি ২০ সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। নীল জার্সিতে আগামী ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ধোনিকে দেখা যায় কিনা, সেটাই এখন দেখার।