দেখুন, দ্বিতীয় ম্যাচের আগে নেটে বাড়তি অনুশীলন ধোনির
Web Desk, ABP Ananda | 18 Jan 2017 03:36 PM (IST)
কটক: সদ্য অধিনায়কত্ব ছেড়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি চাপমুক্ত হয়ে এবার খেলা উপভোগ করবেন বলেই ভেবেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি ধোনি। মাত্র ৬ রান করেই প্যাভিলিয়নে ফেরেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ফর্মে ফেরার লক্ষ্যে নেটে বাড়তি অনুশীলন করতে দেখা গেল ধোনিকে। কটকের বরাবটি স্টেডিয়ামে আগামীকাল ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় একদিনের ম্যাচ। তার আগের দিন নেটে আত্মবিশ্বাসী দেখাল ধোনিকে। তিনি বেশ কয়েকটি দুর্দান্ত শট খেললেন। আগামীকালের ম্যাচেও এই ধরনের শট খেলাই ধোনির লক্ষ্য। দেখুন নেটে ধোনির অনুশীলনের ভিডিও