গতকাল চার নম্বরে নেমে ধোনির ব্যাটে দেখা গেল সেই পাওয়ার প্লে-র ঝলক। ১৪ তম ওভারে তখন নন-স্টাইকিং প্রান্তে রাহুল। শ্রীলঙ্কার পেসার আকিলা ধনঞ্জয়ের একটা ফুলার লেংথের বল সোজা খেললেন ধোনি। বুলেটের মতো বল ছুটে আসতে দেখেই উল্টে পিছন দিকে পড়ে গিয়ে কোনওক্রমে আঘাত এড়ালেন রাহুল। বল বিদ্যুত্ গতিতে ছুটল বাউন্ডারির দিকে। ম্যাচের শেষে রাহুল বললেন, 'ব্যাট করতে নেমে আমাকে তো প্রায় মেরেই বসেছিল'।
ইনিংসের শেষ বলে থিসারা পেরেরার ইয়র্কারকে ফুলটস বানিয়ে চামচের মতো স্কোয়ার লেগের ওপর দিয়ে উড়িয়ে দিলেন মাহি। এ ধরনের শট খেলতে যে পরিমাণ শক্তি লাগে, তা সহজেই অনুমান করা যায়।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি ২০ ম্যাচে ধোনি আরও তিনটি রেকর্ড করলেন। প্রথম ভারতীয় উইকেট রক্ষক হিসেবে ৩৫-এর বেশি রান ও চারটি আউটের পিছনে অবদান রাখলেন ধোনি। এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও পাকিস্তানের কামরান আকমলের সঙ্গে তালিকায় একই জায়গায় উঠে এলেন মাহি।