কলকাতা: ত্রিদেশীয় টি ২০ নিহাদাস ট্রফির ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে স্মরণীয় ইনিংস খেললেন বাংলাদেশের ব্যাটসম্যান-উইকেটরক্ষক মুশফিকর রহিম। তাঁর ৩৫ বলে ৭২ রানের অপরাজিত ইনিংসের সুবাদে বাংলাদেশ শ্রীলঙ্কাকে গতকালের ম্যাচে পাঁচ উইকেটে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য ২১৫ রানের লক্ষ্যে ২ বল বাকি থাকতেই পৌঁছে যায় বাংলাদেশ। প্রত্যাশিতভাবেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মুশফিকর। ৩০ বছরের মুশফিকরের ইনিংসে রয়েছে ৪ টি ছ্ক্কা ও পাঁচটি বাউন্ডারি। চাপের মুখেও অসাধারণ ইনিংস খেলেছেন তিনি। জয়ের রান তাঁর ব্যাট থেকেই আসে। এরপরই নাগিন ড্যান্স করে জয়ের উচ্ছ্বাস ব্যক্ত করেন মুশফিকর।



জয়ের রান সংগ্রহের পর আবেগ চেপে রাখতে পারেননি তিনি। লাফিয়ে, চিত্কার করে, হাত মুঠো করে শূন্যে ছুঁড়ে খুশির প্রকাশ করেন তিনি।
ম্যাচের পর বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ বলেছেন, সত্যি কথা বলতে কী, শুরু থেকেই ভাবছিলাম যে, আমরা জিততে পারি। তামিম ও লিটনের শুরুটা খুব ভালো করেছিল। তারপর মুশফিকর তো অসাধারণ ইনিংস খেলল।