দেখুন, কীভাবে ঋদ্ধিমানকে স্ট্যাম্প করার সহজতম সুযোগ হারান মুশফিকুর রহিম
Web Desk, ABP Ananda | 11 Feb 2017 04:09 PM (IST)
হায়দরাবাদ: ব্যাট হাতে লড়াই করলেও, উইকেটকিপার এবং অধিনায়ক হিসেবে হায়দরাবাদে চলতি ভারত-বাংলাদেশ টেস্ট মুশফিকুর রহিমের কাছে মোটেই সুখকর নয়। প্রথম দিন তাইজুল ইসলামের বল বিরাট কোহলির ব্যাটের মাঝখানে লাগার পরেও প্রথমে এলবিডব্লুর আবেদন জানিয়ে এবং পরে ডিআরএস-এর আবেদন জানিয়ে হাসির খোরাক হন বাংলাদেশের অধিনায়ক। দ্বিতীয় দিন ঋদ্ধিমান সাহাকে স্ট্যাম্প করার সহজতম সুযোগ পেয়েও ফস্কান মুশফিকুর। ইনিংসের শুরুতেই তাইজুল ইসলামের বলে স্টেপআউট করে ছক্কা মারতে গিয়েছিলেন ঋদ্ধিমান। কিন্তু তিনি ব্যাটে-বলে করতে পারেননি। ক্রিজ ছেড়ে অনেকটা এগিয়ে যাওয়ায় ফিরতে পারেননি। ঋদ্ধিমান ধরেই নিয়েছিলেন, তিনি আউট হয়ে গিয়েছেন। কিন্তু সবাইকে অবাক করে স্ট্যাম্প করতে ব্যর্থ হন মুশফিকুর। এক বাঙালির সৌজন্যে আউট হওয়ার হাত থেকে বেঁচে গিয়ে অপর এক বাঙালি শতরান করেন। দেখুন, সেই স্ট্যাম্পিং ফস্কানোর দৃশ্য