সবচেয়ে উঁচু ক্যাচ ধরে গিনেস বুকে নাম তুললেন নাসির হুসেন
Web Desk, ABP Ananda | 07 Jul 2016 11:25 AM (IST)
লন্ডন: ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হুসেন অবসর নিয়েছেন বেশ কিছুদিন হল। তবে খেলা ছাড়ার এতদিন পরেও তিনি এক অনন্য রেকর্ড গড়ে ফেলেছেন। সবচেয়ে উঁচু ক্যাচ ধরে গিনেস বুকে নাম তুলে ফেলেছেন হুসেন। তাঁর এই বিশ্বরেকর্ড হয়েছে ক্রিকেটের মক্কা লর্ডসে। খেলা ছাড়ার পরে হুসেন ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। তিনি যে চ্যানেলে ধারাভাষ্য দেন, সেই চ্যানেলই এই বিশ্ব রেকর্ডের আয়োজন করেছিল। একটি চালকবিহীন বিমান থেকে ঘণ্টায় ৭৪ মাইল বেগে বল ফেলা হয়। প্রথমে বল আসে ১০০ ফুট উপর থেকে। সহজেই ক্যাচ নেন হুসেন। এরপরের বলটি পড়ে ১৫০ ফুট উপর থেকে। এই ক্যাচটিও ধরতে তাঁর কোনও অসুবিধা হয়নি। তবে এরপর ৪০০ ফুট উপর থেকে নীচে পড়া বল ধরতে পারেননি হুসেন। যদিও তার আগেই তিনি বিশ্ব রেকর্ডের অধিকারী হয়ে যান। এই রেকর্ড গড়ার পরে হুসেন বলেছেন, তিনি কোনওদিন এটা করার কথা ভাবেননি। সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা হল। এবার হাতদুটোকে একটু বিশ্রাম দিতে চাইছেন। টেস্ট ম্যাচে ধারাভাষ্য দেওয়াই তাঁর পরবর্তী কাজ। দেখুন সেই রেকর্ডের ভিডিও