জয়ের জন্য তখন ১৬১ রানের লক্ষ্য তাড়া করছিল কিংস ইলেভেন পঞ্জাব। ১৩ তম ওভারের চতুর্থ বলে রবীন্দ্র জাডেজাকে লেগের দিকে সুইপ করে একটা রান নেওয়ার চেষ্টা করেন রাহুল। কিন্তু বল বেশি দূর যায়নি। ধোনি দ্রুত বলের দিকে দৌড়ে যেন এবং পিছন থেকেই স্ট্যাম্প লক্ষ্য করে বল ছুঁড়ে দেন। বল স্ট্যাম্পে লাগলেও বেল পড়েনি। তখন ক্রিজ থেকে বেশ কিছুটা দূরে রাহুল। তাই নির্ঘাত রান আউট হওয়া থেকে রক্ষা পেলেন রাহুল। এরপর হাফসেঞ্চুরি করেন তিনি।
তবে ম্যাচে ১৮ রানে হেরে যায় কিংস ইলেভেন পঞ্জাব।