ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগেও বৃষ্টির ভ্রুকূটি। আজ বৃষ্টির জন্য মাঠে অনুশীলন করতে পারল না ভারতীয় দল। বাধ্য হয়ে ইন্ডোরেই গা ঘামালেন বিরাট কোহলিরা। বিসিসিআই-এর পক্ষ থেকে ট্যুইটারে ভারতীয় দলের অনুশীলনের ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে।






চলতি বিশ্বকাপে ভারতীয় দলের আর চারটি ম্যাচ বাকি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের পর ৩০ জুন ইংল্যান্ড, ২ জুলাই বাংলাদেশ এবং ৬ জুলাই শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবেন বিরাটরা। ভারতীয় দল এখন লিগ টেবলের তিন নম্বরে। বিরাটদের সেমিফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত।