টসে জিতে ফিল্ডিং নিয়ে শুরুটা খারাপ করে ভারত। শ্রীলঙ্কার ওপেনাররা প্রথম দুই ওভারেই ১৪ রান তুলে ফেলেন। মারমুখী শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের সামনে চাপের মুখে থাকা ভারতীয় বোলারদের প্রয়োজন ছিল একটা ব্রেক থ্রু। আর সেই কাজটা করলেন সুরেশ রায়না।
তৃতীয় ওভারে শার্দূল ঠাকুরের প্রথম বলটাই ধনুষ গুনতিলকে বাউন্ডারির বাইরে ফেলার চেষ্টা করেন। কিন্তু শটে প্রয়োজনীয় জোর ছিল না। কিন্তু তাতেও মিড উইকেট পার করলেই বাউন্ডারি ছিল নিশ্চিত। কিন্তু ডিপ মিডউইকেটে দাঁড়িয়ে থাকা রায়না শূন্যে নিজের শরীর ছুঁড়ে গিয়ে দুর্ধর্ষ একটা ক্যাচ নিলেন। প্যাভিলিয়নে ফেরেন গুণতিলকে।