স্কটল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে অবশ্য ৯০ রানে হেরে গিয়ে টি-২০ বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে আমিরশাহীর। স্কটল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৯৮ রান করে। রামিজ যাঁর ক্যাচ নেন, সেই ওপেনার জর্জ মানসি সর্বোচ্চ ৬৫ রান করেন। জবাবে ১৮.৩ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে যায় আমিরশাহী। তিন নম্বরে ব্যাট করতে নেমে রামিজ করেন তাঁর দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান।
আমিরশাহীকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল স্কটল্যান্ড। এর আগে নামিবিয়া, পাপুয়া নিউ গিনি, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে।