মোহালি: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের তৃতীয় দিন অর্ধশতরান করে ব্যাটকে তলোয়ারের মতো ঘুরিয়ে একজন যোদ্ধার মতোই সেলিব্রেট করলেন রবীন্দ্র জাডেজা। এভাবেই তিনি ব্রিটিশ সংবাদমাধ্যম ও ক্রিকেটারদের জবাব দিলেন।





এই টেস্টের আগে থাকতেই ভারতীয় দলের বিরুদ্ধে প্রচার শুরু করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম। মাঠেও ব্রিটিশদের অক্রীড়ামূলক আচরণ দেখা যাচ্ছে। প্রথমে ভারতের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়ান বেন স্টোকস। যার জন্য তাঁকে তিরস্কার করে আইসিসি। এরপর মুরলী বিজয়ের বিরুদ্ধে অবস্ট্রাকটিং দ্য ফিল্ডের হাস্যকর আবেদন করেন জেমস অ্যান্ডারসন। সেই আবেদন অবশ্য খারিজ হয়ে যায়। জাডেজা ব্যাট ঘুরিয়ে সেসবেরই জবাব দিলেন।

আরও পড়ুন, ৪১৭ রানে অলআউট ভারত, লিড ১৩৪ রানের

টেস্টে এই নিয়ে তৃতীয় অর্ধশতরান করলেন জাডেজা। ২০১৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৮ তাঁর সর্বোচ্চ স্কোর ছিল। আজ সেই রান টপকে ৯০ করলেন জাডেজা। তিনি নিশ্চিত শতরান হাতছাড়া করলেন।