চেন্নাই: গতকাল চেন্নাই টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ও ৭৫ রানে হারিয়ে সিরিজ ৪-০ জিতেছে ভারত।এই ম্যাচের পঞ্চমদিন ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস লাঞ্চের আগে পর্যন্ত ভালোভাবেই এগোচ্ছিল। কোনও উইকেট হারায়নি ইংল্যান্ড। কিন্তু লাঞ্চের পরই তিনটি উইকেট নিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলে দেন রবীন্দ্র জাদেজা।
এরপরই ইশান্ত শর্মার বলে জাদেজার দুর্দান্ত একটা ক্যাচে চতুর্থ উইকেটের পতন হয় ইংল্যান্ডের। ইংরেজ ব্যাটসম্যান ইশান্তের ডেলিভারি ডিপ মিডউইকেটে ফ্লিক করেছিলেন। কিন্তু টাইমিংটা ঠিক হয়নি। জাদেজা ডিপ মিড উইকেটের পিছন থেকে ছুটে এসে দুর্দান্তভাবে ক্যাচটা তালুবন্দী করেন। তাঁর এই ক্যাচ ১৯৮৩-র বিশ্বকাপের ফাইনালে কপিল দেবের ক্যাচের কথা মনে করিয়ে দিয়েছে।

দেখুন সেই ক্যাচ-