নয়াদিল্লি: ভারতের টেস্ট দলে প্রথমবার ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত। গত বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম তিনটি টেস্টের জন্য ভারতীয় দলে ঋসভকে নেওয়া হয়েছে। দীনেশ কার্তিকের ব্যাক আপ উইকেটরক্ষক হিসেবে দলে নেওয়া হয়েছে এই প্রতিশ্রুতিমান ক্রিকেটারকে। ২০ বছরের ঋষভ বর্তমানে ভারত এ দলের হয়ে ইংল্যান্ডে খেলছেন। ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলার পর ভারতের সিনিয়র দলে সুযোগ পাওয়ার সুখবরটি পান তিনি। দলে সুযোগ পাওয়ার আগে নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছিলেন ঋষভ। ভিডিওতে তাঁকে অ্যাক্রোবেটিক স্টান্ট করতে দেখা যাচ্ছে।  ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওটি নিয়ে ঋষভের সঙ্গে রসিকতা করলেন ভারতীয় দলের রিস্ট স্পিনার যজুবেন্দ্র চাহল। বলেন, ‘অ্যাপোলো সার্কাস থেকে অফার এসেছে। ভাই এই ভিডিও দেখে কি হ্যাঁ বলে দেব’।
পাল্টা মজা করে ঋষভ বলেন, চাহল তাঁর সঙ্গে যোগ দিলে তিনি রাজি।