নয়াদিল্লি: রামধনুর দেশে গতকালের ম্যাচের আগে ব্যাটে সেভাবে রঙ ছড়াতে পারেননি। পোর্ট এলিজাবেথে একদিনের সিরিজে পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১৫ রানের ঝলমলে ইনিংস খেলেছেন রোহিত শর্মা।আর গতকালের ম্যাচ জিতেই ছয় ম্যাচের সিরিজ ইতিমধ্যেই ৪-১ এগিয়ে জিতে ইতিহাস গড়েছে টিম ইন্ডিয়া।
দক্ষিণ আফ্রিকা সিরিজটা এতদিন আদৌ ভালো যায়নি রোহিতের। প্রথম চারটি ম্যাচে তাঁর সংগ্রহ ছিল মাত্র ৪০ রান।
গতকালের তাঁর ইনিংসে ছিল ১১ বাউন্ডারি ও ৪ ওভার বাউন্ডারি। রোহিতের ব্যাটিংয়ে দেখা গেল পরিচিত পাওয়ার হিটিং। ষষ্ঠ ওভারে কাগিসো রাবাডার একটা বলে স্টেপ আউট করে এসে এত বিশাল ছক্কা মারলেন যে মাঠের সবাই বিস্মিত হয়ে যান। বল গিয়ে পড়ে স্টেডিয়ামের বাইরে।