রাঁচি: পাঁচদিনের ক্রিকেটে ওপেনারের ভূমিকায় নিজেকে মেলে ধরেছেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টের উভয় ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন তিনি। এরপর তৃতীয় তথা শেষ টেস্টের প্রথম দিন ফের শতরান এল তাঁর ব্যাট থেকে। চলতি সিরিজে হিটম্যানের এটি তৃতীয় সেঞ্চুরি। এদিন সংকটের সময় দলের ইনিংসের হাল ধরেন ভারতের সীমিত ওভারের দলের সহ অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার দুই পেসার কাগিসো রাবাডা ও আনরিক নোরজের দাপটে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় ভারত।দ্রুত তিনটি উইকেট পড়ে যায়। সেই অবস্থা থেকে আজিঙ্কা রাহানের সঙ্গে জুটি বেঁধে প্রাথমিক ধাক্কা সামলে দলের ইনিংসের ভিত গড়ে দেন তিনি। মাথা ঠাণ্ডা রেখে ইনিংস এগিয়ে নিয়ে যান রোহিত। ৪৫ তম ওভারে ৯৫ রানে ব্যাট করছিলেন তিনি। ছক্কা মেরে তিন অঙ্কের রানে পৌঁছে যান। তবে এর আগে আকাশে মেঘ ছেয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়, পিচ ঢাকার জন্য গ্রাউন্সসম্যানরা প্রস্তুত হয়ে যান। তখন রোহিতকে চিত্কার করে বলতে শোনা যায়, 'এখন নয়'। ৪৫ তম ওভারের দ্বিতীয় বলে একরান নিয়ে ৯৫-এ পৌঁছে যান তিনি। ওই সময়ই বৃষ্টি পড়তে শুরু করে। আসলে ওই সময় খেলার ছন্দে যাতে কোনও ব্যাঘাত না পড়ে, সেজন্যই সম্ভবত বৃষ্টি না হওয়ার প্রার্থনা করছিলেন রোহিত।
<

/code>
প্রথম দিনের খেলা খারাপ আলোর জন্য খেলা বন্ধ হওয়ার সময় ভারতের রান ৩ উইকেটে ২২৪। রোহিত ১১৭ এবং সহ অধিনায়ক রাহানে ৮৩ রানে ক্রিজে রয়েছেন।